সেই ভালো................
রাত্রির কাছে দায় থাক্ হৃদয়ের নির্য্যাস
পরম তৃপ্তির সুখ
দিনান্ত ক্লান্তির অবসাদ-
তৃষ্ণার উপহার ।
জমা থাক্ নিঃসঙ্গ দেওয়াল কক্ষে
হতাশার ক্লেদ,ঘাম
অস্বীকৃত মধুযাম ।
ঘুমের প্রলাপ তুমি আর বিনিময়
ভরা থাক্ ক্লান্ত দুরাশায় ।
কুয়াশার আস্তরণ ঠেলে
যাবো হেঁটে শুধু
চর্চিত কুসুম গালিচায়,
সাজাবো যতনে-
উষ্ণ হৃদয় আর মঙ্গল চরণ ।
বুক জুড়ে হানাদার ঋণে
ফোটাবে বিষাদ ফুল মরুদগ্ধ দিনে
চর্চিত সুখ, হেঁটে যাবে পথ জুড়ে
মানব-মানবীর চলাচল্,
আমাদের ছায়াময় ঋদ্ধ বাসর
থাক্ জমা বন্ধকী ঋণে,
লেখা হবে ভাবী বিজ্ঞাপন
বুক জুড়ে প্রহসন ঘটে কিঞ্চিৎ অমোঘ বরষণ।