ছুঁয়ে আছি প্রতি সরঞ্জাম
ঘর-দোর,আসবাব, প্রাচীর, মিনার স্তম্ভ, সৌধের-
সাধের নির্মাণ


পুঁতেছি নগর সমাজ ভিত্ স্থাপত্যের কারু সংগীত
মাটির আবাদী ফলে কারু নক্সায়
হাতের,নখের শিৎকার
প্রতি রোমাঞ্চ'য় ।


দেহ হতে শিরায় শিরায় ঢলাঢলি দ্রব্য রসায়ন
প্রতি স্বেদ শেকড় গোঁড়ায়
ঢেকে আছি চলাচল আর অস্তাচলের মাঝামাঝি
স্থিতু ভাঙা পারের গোঁড়ায়
স্থির আছি কবেকার ছেঁড়া তার বৈঠার তামাটে ডিঙায়
ভাটিয়ালী গা'য়
থমকেছি গাঙ ফরিংয়ের ঢলাঢলি নিরিবিলি মোহ সন্ধ্যায়
কালকেতু ঠান্ডা গসিপ আর ঠান্ডা কফিতে
মজে আছি মৌ ফুল ভুট্টায় রসকেলি জলসা অাড্ডায়
চুপে আসা স্ফুলিঙ্গে'র মৃত্যু কবলে খুবলে নিয়েছে জ্যোতি
রত্ন রাখা সাজ্ কৌটোয় ।
বাতিদের দাবিদাওয়া আঁধারের মকসোযাপন
স্খলে গেছে ঠা ঠা ময় দীর্ঘ সময়
ছুঁয়ে আছি সোনা বক্স হাত কাঙালের দরবার
থেমে গেছি জোতদার হাতেদের ছলন বলন


নেমে গেছি গমক্ষেত প্রজন্মের চ্ছেদ কাঠামোয়
কুলির যাপন আর শ্রমিক জীবন
তিন দশকের মড়া দোরে কারা যেন আজো রাঁধে লোভ
রেখে যায় অযত্নের অপুষ্ট গোলাপ ভোর
কার যেন স্তাপ মনান্তর দু'ফোটা অশ্রু আর
ভালো ভালো কথাদের পরিপাটি যত্ন সায়র ।