বুঝলিনা তুই জল ভরা এক চোখ  ছিল
হৃদয় ভেঙে হিরক হল
দগ্ধ মনে আঁধার প্রাতে
লাশ ঘরে প্রাণ কাঁপছিল
তোর কারণে অসুখ প্রবল ঝঞ্ঝা,প্লাবণ ভয়গুলো।


অতীত এল হুরমুরিয়ে ফাঁক ফোঁকরের দরবেশে
দারুণ কষাই পাথর দু'ধার
কে যেন কার প্রাণনাশে
চলছে প্রবল অস্থি স্থাপন-
ধূপ,আঁতরের সরঞ্জাম কোথায় যে কার শব শোবে।


মন ভেঙেছে, ভাঙছে প্রবল আজ কেবলই ফাঁদ পাতা
অতীত আসে প্রলয় ত্রাসে
মন কাঁদে আর বুক ভাসা
রঙীণ মোড়ক ধাঁ ধাঁয় দু'চোখ
হায়রে প্রবল ভুল ছিল,
খুলতে বিষম প্রমাণ হলাম মারণ ফন্দি গাঁথা ।