প্রথম শৈশব যখন পেতেছিল ফাঁদ
রাশ চুল, গোছানো শরীর আর মুগ্ধ ছায়ানট্
খোয়া গেছে প্রথম শৈশব,সাধ ছিল লম্বা চুলের................
রংঙীণ আবেগ ভাসে আমার পরম সাধ
তখন আমি সাত কিবা আট।


ক্ষেত জুড়ে ঝিলিকেরা কত হাতছানি আকার ইঙ্গিতে
আগাম শস্যেরা অনাদায় ভর্তুকী চাল্
প্রথম, দ্বিতীয় যুদ্ধ, তারপর  ? শান্তি খাল্লাস্ ।
ঘোড়া ডিঙে ঘাসের প্রলোভনে
গেল ঘুঁচে শান্ত জীবন
আজ শুধু বন্দর নাবিক ছুঁয়ে আছি প্রলোভন ফাঁদ ।


গহনা,শাড়ীর প্রকারটা শুধু, অন্তর হাহাকার
কাহাতক্ পরের গোলামী ?
যদি হত বন্ধু স্বজন ।
খোয়া গেছে পূর্ণিমা চাঁদ , রসকেলি ঘিরে আছে অন্ধ স্বভাব
নরকে-ও জ্যোৎস্নার ঢল্
চলে গেছি ক্রমে লাল অালোর কাছাকাছি
যে কদিন সামর্থ থাকে..............
অতঃপর , গলন্ত পোড়া দেহে...................................
খসে যাবে সাধের নোলক, দুল, স্মর্ট ফোন, জড়ি শাড়ী,
ওডিকোলন , বালা জোড়া , চিক হার , মুক্তো লকেট ,
.................................. একে একে আমার যা কিছু।