ললিট্য' দ্য ল্যভ্



সাধের প্রেমের আছে কতনা ধরণ
প্রেমহীন ভালোবাসা ; ধন্দ জীবন  ।
পোড়ায় কখনো হেসে জ্বালায় মরণ
কখনো প্রগাঢ় ভালো ঋদ্ধ জনম ।


ফেলে পাঁকে আহাম্মকে প্রেমিক প্রবর
বাসে ভালো খেলাচ্ছলে নেশার নগর ।
করে খুন বোধাবোধ আড়ালে প্রবল
কাঁচকলা পাতে দেয় বিষ হলাহল ।


হাসায় কাঁদায় ভালো পুরুষ প্রধান
হেসে বলে গতি নহে অন্য চরণ ।
কোনো প্রেম আলো করে অন্ধ তিমির
খুনী হয় কোনো প্রেম ধ্বংস প্রাচীর ।


হাসি গান কলতান প্রেমে পরিস্ফুট
ধ্বংসে মত্ত প্রেম বলে দেব জন্নৎ ।
চাঁদ ফোটে নীলাকাশ নক্ষত্র সভায়
জাহান্নম প্রেম দ্যাখো আকাশ পাঠায়।


আসে পাশে বোঝদার যে মহান প্রেম
জ্বালে আলো সর্বভূতে বিনাশ সাধন ।
অন্য প্রেম সর্বনামে খেলায় রঙ্গচ্ছলে
হানে , বানে , লয় করে নানা ছলেবলে ।


প্রেম তুমি যুগে যুগে খেলিছ হেলায়
হাঁসায়ে কখনো জীবে কাঁদায়ে প্রলয় ।
কোথা তুমি বাঁধো বাসা সস্নেহ দারুণ
ঘর ভেঙে তালে নাচো  তুমি মহারণ ।