ঝড়ে ভাঙা ঘর দুলি' পূবে পশ্চিমে
ভ্রষ্ট নীতির দায়
দুর্বিসহ দিনে ।


দক্ষিণ;টা ঠেঙা দেয় উত্তুরে বাঁশ
চৈত্রের ক্ষণে তাই
দুলির; সর্বনাশ ।


পূব বলে আগে ওঠ পশ্চাতে বসো
পশ্চিমে মহারণ
দুলি জলে ভাসো।


ঈশানে মেঘের খেলা দুলি সংশয়
সিঁদুরে মেঘেতে খেলা
বায়ুর প্রলয় ।


নৈঋত্ প্রখর তাপ অসহ বর্ষণ
অগ্নির প্রভা দায়
দুলি টলে হরদম।


উর্ধে উঠেছে দুলি দৃপ্ত মনোরথ্
রেকর্ড;টা ছোঁবেই সে
অধেঃ জয়রথ ।