মানুষ তারাই হৃদয় নামক অগাধ তেপান্তর
উদার আকাশ প্লাবন খেলা সেথায় নিরন্তর ।
ফুলকলি আর ভ্রমর লোভী মাতাল হল তাই
রং বেরংয়ে সাজ পরেছে মেঘলা আকাশ ছায় ।
কলির বেজায় আবদারে মেঘলা বরণ মেঘ
ছড়িয়ে দিল আকাশ জুড়ে ঝলক বরণ আবেগ ।
ফুল বলেছে ঝিরঝিরিয়ে  সোহাগ দিয়ে যাও
পাতায় বলে সবুজ হবো ঝরণা হয়ে বও।
পথ চেয়েছে ঝকঝকে রং শহর বলে ঠিক্
ক্ষেত চাষীদের ঝিম ধরা বুক টলে সাঙ্ঘাতিক্ ।
মাটির দারুণ আব্দারী সুর মল্লারে সাত রং
ঝড়তে হবে অগাধ প্রাণে স্বাধীন স্বয়ংবর ।
সাত রংয়া সুর শাড়ীর আঁচল নোলক বাহারী
আকাশ মেঘের সই মিতেলি জমাট দোসরী ।
মাটির হৃদয় আকূল সামাল আবদারি বায়না
মেলবে চারা মা হবে তাই তর্ টি ফুরোয় না ।
নাচের তালে নধর দোলে আহ্লাদিনী ঢেউ
ছড়ায় বীজের প্রলয় কাঁকন অন্যমনে কেউ।
আড়াল হলাম, প্রবল আড়াল পর্দা টানা সুখ
বিছিয়ে তোমার মৃতাঞ্জলি চৈত্রেরা উন্মুখ ।
ছড়িয়ে দিও প্রাণের অথৈ জীবন পরিত্রাণ
ভাদর জুড়ে আসন যেথায় তোমার অবস্থান।


................................................................