অলি গলি খুঁজে
এখানেই থামলাম ।


আমার পূর্ব পুরুষরা ! দোষ নেবেন না,
বিক্ষুব্ধ দুয়ার থেকে যদি
ধ্বস্ত হয়ে ফিরে আসি
যদি থেমে যাওয়া পথে ঘর,বাড়ি ঠেকনা
হয়ে দাড়ায় -


সারে সারে উহাদের লাশ আমার
বৈকল্য ফেরালো, গৃহগত একঘেয়েমির
বৈঠকী লাল আলোর মজলিশে
শরাবের মহূয়া বিতরণ করছেন
মৃত সতীর্থ দি', পাশে বসা
খুব আপন সগীর আলির লাশ
যে একই সঙ্গে চার চারটি নারী দেহে
পঁচন ধরিয়ে ছিল ;
আর তিন লক্ষ তেত্রিশ দিন আগে যার দেহ
শেয়াল,শকুনে খুবলে খেল ।


পাঁচশো বছর আগে আপনিও সাম্যের
গান গাইতেন, বলতেন


" আমরা করবো জয় নিশ্চয় "


ফেরেননি আর । বহু শতাব্দীর মৃত্যু পেরিয়ে
আজ ফিরলেন আশ্চর্য কফিনে ।


ঘর,দোর,পাহাড়, দেশ সর্বত্র
একই আওয়াজ !!


আমি লুকিয়ে যাচ্ছি লাশের আগারে
হারিয়ে যাচ্ছি, মিলিয়ে যাচ্ছি ক্রমশঃ
একজনের হাত ধরে টানলাম
পচা মাংসদলার
মধ্যে উপড়ে যাচ্ছে আমার শেকড়
নির্জীব,নিষ্প্রাণ শবদেহগুলি
কটকট চেয়ে আছে,হাঁসছে,দাত দেখাচ্ছে,
ভ্যংচাচ্ছে,মারছে,ছুড়ছে,ফেলছে,
টানছে ক্রমাগত


আমি জড়্ হয়ে যাচ্ছি মিনিট দশেক পর
লাশ হয়ে যাব
তার আগে
হ্যাঁ তার আগেই
আমি লুকিয়ে ফেলব আমার পঞ্চতন্ত্র
পুরিয়ে ফেলব বাগদত্ত ঐ
মহর্ষির খাতা পেন
না হয় একটু রক্ত ঝড়বে
ঝড়ুক
তবু অন্তত একবার চেঁচিয়ে বলবো,
ভালো বাসব,একশোবার ভালো বাসব,
হাজার বার ভালো বাসব ।