নগর  ,শহর , জীবনের কাছে
কিছু প্রেক্ষাপটে আমাদের নান্দনিক জীবন
ভাসছে ,দুলছে ,হাসছে,ঝুলছে, দৈনন্দিন গ্লানি ;
যেন দৈবগ্রাহী ফিচার ;কান পাতা ক্যমেরার কাছে-
ছড়িয়ে দিচ্ছে ;লেলিয়ে দিচ্ছে; খেঁপিয়ে তুলছে-
খস্ খস্ প্রাত্যহিকী ;
কর্পোরেট সভ্যতার কাছে যাও
হাত পেতে চাও নান্দনিক প্রকল্প
তারপর একটি একটি করে তারা খসা চৌকাঠ খোঁজো
ছুঁয়ে দেখো ভ্রাম্যমান নাড়ী
প্রতিটি কন্ঠে'র অবরুদ্ধ ঘরে
দেখো অশ্রুপিন্ড জমাট আবরণ
নীল হয়ে আছে ব্যাথারা ।
তুমি একটি গোলাপ ফোটাতে বা নষ্ট করতেই পারো;
এ তোমার জন্মগত অধিকার ;
কিন্তু বছর যুগ অতিক্রম করে শুষ্ক বালুর পরে হেঁটে গেল যারা
অসংখ্য ক্ষয়ের স্মৃতিচিহ্ন নিয়ে
মুখে ,পায়ে , বুকের পাঁজরের সবকটি হাঁড়ে -
কেবল ঘুঁণের ফসফরাস ?


মানুষ মরে না প্রতিবার জন্মায় ,মরে আবার জন্ময়
প্রতি পলে;প্রতি মুহূর্তে; বারবার ; জন্ম-মৃত্যুর সাথে খেলা;
আমারাও প্রতিবার সমাজের কাছে,নিয়মের কাছে;
দৃষ্টান্তের কাছে ; শুধু জন্ম মৃত্যুর খেলা খেলি ।


প্রতি মুহূর্তে আমরা জেগে উঠি ; কে যেন জাগিয়ে দেয়
দেখি আমাদের ঘর নিয়ে ; চৌকাঠ নিয়ে ; মাঠ নিয়ে-
ঠেলে দেওয়া চলছে গোলক ধাঁধাঁয় ; আর -
নগরায়ন সভ্যতার পেছনে বাড়ছে আরেক আস্তানা ;
যেখানে শত সহস্র গোলাপ বদলে-
তৈরী হচ্ছে হিংস্র প্রজাতি ল্যাব্রাডর ; হয়তো নরখাদক -


হয়তো আবার পরীক্ষা চলবে আমাদের
শরীর,হৃদয় ,মনের বদলানো হবে আনুসঙ্গিকী
তখন হয়তো কোন প্রভেদ রাখা হবে না আমার আর ঐ
প্রজাতির । কামড় দিয়েই চলবে কামড়ের বদলা নেওয়া ।


............................................................


চরম খবর ঃ
.....................................................
সেদিন বাজার ফেরত ভারাক্রান্ত আমিই সেই-
যে সদ্য ফুটফুটে দুটি বেড়াল শিশুর মৃত্যুর জন্য দায়ী
মা বেড়াল শিশু দুটির সাথে বাজারে গিয়েছিল-
গর্ভবতী দেখে বাজারী কিছু গলা মাছ দিল দয়ায়
কোথা থেকে আচমকা দুষ্ট প্রকৃতির দুটি লোক এসে
পেটে মাড়ল জোড় লাথি ; মুখ থেকে বেড়িয়ে এল
গর্ভবতীর মৃত শিশু ; অতঃপর সকলেই মৃত ।