প্রেম সংজ্ঞা বলো


নিবিষ্ট উত্তাপ আছে খোলসের কাছে
চৌর্যবৃত্তে ওৎ পেতে থাকা, বিশাল ফনার মোহে
অন্য দৃশ্যপট , চিনে নেয় সাপুড়ে ফনায়
অদ্ভুত বাঁশরি ,যতক্ষণ সে নাচায়
হেলেদুলে সে ও নাচে ইশারা ঈঙ্গিতে।
মহাবৃত্তে ততক্ষণ অনেক সাপুড়ে, খাদগর্ত চিনে
ফেলে রেখে সর্পদংশ মুখ
বিতর্কিত সাপ জন্ম দেয় ! হু হু ওড়ে ওমের ভেতর
তীর্যক মাকড় উন্মাদ গোল গোল
খাদগর্ত নিয়ে , হাঁ শব্দ বসে থাকে বুকের ভেতর
যুগধর্মে জানাশুনা কত নিঁযুত সাপেরা
ডিম হয়ে ভ্রূণবিন্দু মাটির উপর রেখেছে শয্যা যেন
চির অনন্তর, রাত্র শেষে কোনও এক
শষ্যধর্মী ক্ষেতের উপর তীব্র জন্ম তার !