কাব্যে জল ঢেলে উঠে যাচ্ছেন তিনি
           অক্ষর ছাঁটতে,
অলংঙ্কৃত মুখে শোভিত গুমর
শিল্প হয়ে ফলেছে কারুকন্ঠে ;


চারপাশে চোখ বুলিয়ে মৃদু হাসেন , আহা রং, রূপ !!


পৃথিবী অন্য পাশে সরিয়ে রাখে বোধ, অহং, শ্লেষ
তিনি প্রেমিক , প্রদত্ত জীবন দেওয়ালে ঢেকে রাখেন
একান্তিক প্রেমের অন্য চ্যপ্টাার ;


যারা এসেছিল তরঙ্গে প্রেরিত হয় হৃদকম্পণ
সাধ্যের মধ্যে হলে বা না হলে ভিন্ন প্রতিক্রিয়া
তিনি একটু বেশী রকমের আবেগপ্রবণ হলে
বস্তিতে আগুণ লাগতে পারে, কারুর মুন্ডচ্ছেদন ,
জরিমানা কত কি ;


আমার নিক্তির জল বাটোয়ারা হলে
যাদের কোন দায় নেই সেখানে আমি হতোদ্যম
আড়ালে রাখি আপাতত স্বার্থের থাল্ ।


...................................................................