যে ঢেউ কালিমা মুছে ফিরে দেয় প্রেম
ভেসে যাওয়া শুকনো গোলাপ, চেতনায় রং
মৃত পঞ্জরে তরঙ্গের ফের আনাগোনা
ঠেলে দিয়ে ঘোচায় হতাশা,ঢেউদের ছক রাখে
গোপনে লুকিয়ে উচ্ছসিত হাসি দেবে বলে
ঝিনুক আড়ালে রাখে
প্রতিশ্রুত নথ, দুললেই ঝংকারে প্রিয় সেই সেই ---
সে এসেছে ফিরে
একরাশ প্রাণোচ্ছাস নিয়ে
নি:শব্দ সমুদ্র বুঝি অগাধ মমতা
পেতে রাখে অথৈ বক্ষস্থল !
রাশ রং ফুলে ফুলে আনন্দ হিল্লোল
ছড়া তার পথে, কাঁটা যেন না বেঁধে সে পায়
রৌদ্রতমা আড়ালে লুকোও
লজ্জা রাঙা হলে ----? চোখ চোখ পরলেই ----
উড়ে যাবে প্রজাপতি মন
দোহাই তোমায়,একটু লুকোও !
স্থির আছে এই জোড়ে লিখবোই বালি নাম
একত্রে,একসাথে !
হাঁটবোই চোরা বালু ডুবিয়ে হৃদয়
হেঁটে যাব উদোম উদাস দুই পায়
আমরা যুগলে ! এইবেলা সোহাগে আদরে
ধূপ দীপ আগুণে বরণে
রেখে দিও আজীবন বক্ষস্থল জুড়ে !!