মুলুকের গায়ে চেপে বসে শৃঙ্খল
সূত্র বলতে কূট চাল্ কেরামতি
পথ ৺হেকে যায় শক্তির ছলে বল্
এক আধলা ইট দু'দশক সন্ততি।


রুটি ভাগ হলো শকুনের ইতিউতি
টুটি চেপে তার ভাগের সংক্রমণ
মাথাগুলো ধরে বেসামাল বজ্জাতি
মানুষের ধাতে অগাধ বৈশ্যায়ন ।


আড়াল করেছি অপগন্ডের থালা
নাক,মুখে সেই জড়ানো বদোভ্যাস
চোখ ঘিরে আছে শস্ত্রের কারবালা
সময় বলেছে প্রগতির আশ্বাস।


অক্ষরগুলো চেপে ধরে কতিপয়
ঋ ৯ জুড়ে আখছাড় কেরামতি
দু'চার পংক্তি জুড়ে এসে বাঙ্ময়
ছন্দের তালে বন্দের অনুমতি।


জীবন ছুড়েছে আজকের লেনদেন
বাকী পড়ে গেছে লাইনের তদ্বির
থালা,বাটিগুলো মধুরেণ সমাপন
বেপরোয়া বাজে ঝংকার কল্কির।


যে মুলুক চেনে তিন খান হাড়গোড়
জিঘাংসা গুলো নরমেধ যজ্ঞের
৺ঘাটিতে গেড়েছে শান্তির ঘরদোর
গম বুনে তার আজো প্রস্তুত উত্তর ।