"এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ,মরণে তাহাই তুমি করে গেলে দান"।


প্রতি বছরের মত এবারেও আমরা তোমায় স্মরণ করছি
                    তোমার  সার্ধ-জন্মশতবর্ষে,
    স্মরণ করছি প্রতি ভোর থেকে রাত্রি পর্যন্ত।
             তোমার জন্য স্থাপণ করেছি মর্মর মূর্তি,রবীন্দ্রভবন,
             তোমার স্মৃতিকে ততোধিক সম্মাণ জানাতে...
  রাস্তা,ষ্টেষণ,দোকান,রেঁস্তরা,আবাসন--আরও কত কী যে--                        তোমার নামকরণে করেছি।


আর হ্যাঁ, আমার ছেলেরও নামকরণও করেছি তোমার নামে।
          ভারী গর্ব হয় যখন ঐ নামে ওকে ডাকি,
    আমার নূতন ফ্ল্যাটে একটা ছোট্ট লাইব্রেরী করেছি--
   সেখানে তোমার প্রতিটি খন্ডই রেখেছি সাজিয়ে--
             এক্কেবারে সামনের সারিতে।


তোমার একটা বড়ো মাপের তৈলচিত্রও রেখেছি ডানদিকের
                     দেওয়ালটা জুড়ে।
অতিথিরা এসে ভারী প্রশংসা করে, না,তোমার নয়,
                আমার সৌন্দর্য্য বোধের...!!


    তোমার কিছু সঙ্গীতকে আমি প্যারোডি করেছি,
     মানে,একটু অদল-বদল,বড্ড সেকেলে কিনা--
                   শ্রোতারা নেয় না।
   তোমার বড় কবিতা গুলো আমরাই ছোটো করে দেব,
এ জন্মের প্রজন্ম!! তোমায় ঘুরিয়ে-ফিরিয়ে,কেটে-ছেটে
   নিয়ে এসেছি ক্যাবারে,এক্কেবারে নতুন মডেলে--
  সে-সব দেখে ছবিতে তোমার মুখে কেমন করুণ হাসি--
                     চোখে জল-------কেন ??