ও হৃদয় কোথা যাস্ অনুন্নত শ্রেনী ?
   দেখেছো না পরকীয়া সারি,
জমেনি নিষাদ লেহ অনুমিত তপ্ত সুরম
     চলেছে প্রথায় জোরদার-ই।
আগেভাগে রোশনাই ঝিলিকের উন্নত শ্রম
     বলি কারে?"রেখে দাও মোহ্
অনাবিল ভাবালু সখ্যতা নিয়মের কানে
     গুছিয়ে রসনা এ হৃদয়ে বহ্"।
চলে গেছে এতকাল সঞ্চিত প্রিয় পরিণাম
     কারে দেহ ঢেলে মিত্র কুক্ষণ
গেছে হয়ে আবাদের বিস্তীর্ণ ফসল তৃণ
     নিত্য রসদ বায়ু-জল-ঘ্রাণ।
পল্লবিত কার অঙ্গন সেতারের উদাত্ত সুর
     জাগে সম্ভাষিত সন্তাপের ফল্
   দৃপ্ত কলস্বর বাতাসের দুরন্ত সৌরভ
     পায় তার প্রিয় অবদান সম্বল।
হৃদয় তুই দেখ লো তিমির,নিদারুণ ক্ষোভ!
     পরাণে দেগে দিয়ে কালি নির্মম
দেওয়ালের ঘর ঘেষে বিষাদ ছেড়েছে অশালীন
        হৃদয় কোষ বিষাক্ত মরণ
থাক্ পড়ে না ছুঁয়েছে জল বিস্বাদ তন্ত্র তোর তরে
     মুহ্য হ্,নিষাদ রমণী,শোকের কণারা
লুপ্ত অনুবাদে প্রহর বানাক,বানাক প্রহর তথ্যে উপাদেয়