(রবীন্দ্র জয়ন্তীর পাশাপাশি আজ আরেক মার্কসীয় নেতা চে'র মৃত্যুদিনে তার প্রতি আমার উৎসর্গ কবিতা। পুরো নাম - এনেস্তা গোভারা দে লা সেরনা। আর্জেন্টিয়ান নাগরিক, একজন দক্ষ ডাক্তার পরবর্তী কালে একজন বিপ্লবীতে পরিণত হন।)


রামন বেনিৎজ্ ( কৌতূহলী সানগ্লাস)
মল্লিকা রায়


নেতা চে ' আজো বলিভিয়া হয়ে
খুঁজছো ভিয়েতনাম ?
যে পথে ছড়ানো গুলি বারুদের
নির্মম পরিণাম।
শহরে নগরে ঘামের দামের
পসরা যাচাই হয়
শৃঙ্খলে ঘেরা মৃত্যু মিছিলে
স্বাধীনতা পরাজয়।
চোখ ঢেকেছিলে দুরাশা' আঁতস
ক্যাম্প জুড়ে মরিচীকা
চে তুমি চেননি উচ্চ মহলে
লালসার প্রহেলিকা।
যেখানে তোমার বার্তা গিয়েছে
গতিতে প্রবল ঝড়
গর্জে উঠেছে বুর্জোয়া গুলি
মদ্যপ লালগড়।
নিয়ন আলোয় ভুল ভেবেছিলে
বিবর্তনের ধারা
বলিভিয়া দিল অস্ত্রে শাণিত
ক্ষিপ্ত বসুন্ধরা।
ভুল করেছিলে বিবর্ণ দ্বীপে
শোয়ানো লাশের পরে
তুমিও শায়িত অনেক কালের
জমানো ক্ষোভের ধারে।
বাঁদিক চিরেছে ক্ষতের বুলেটে
ডানে আগাছ ঘাসের ফুল
বলিভিয়া দিল আক্রোশ আর
ভিয়েতনামের ত্রিশূল।