সবিতা
মাঠে ঘাটে ফাঁদ পাতা অজস্র কার্তুজ
তোমার আঁচলে থেমে ছিল
তার খন্ডিত অবয়ব কার রক্তে শড়ীর জড়ানো ?
আজো অব্যাহত তীরবিদ্ধ দগ্ধ বাসনা
যুদ্ধাহত শরীরের আনাচ কানাচে
যন্ত্রণা ক্ষতে বেঁধে শূল ? তোমার ললাটে তার
নিকষ ছাপোষা রক্ত খেলা করে সকাল বিকেল
স্বৈরিণী বেশে ; অামি তার ত্রিভঙ্গ আকাল।


প্রিশূলে বেঁধাবে বলে ঝুলিয়েছ রক্ত মজ্জা ঘিলু
কৌশলে আজো তার পরোয়ানা
থেমে গেছে দ্যুতি যার যোগসূত্র নিয়ে
কিসের তাড়ণা ?


পাবেনা জীবন, কফিনের ঘর জোড়া মৃতের আঙুলে
থেমে যায় যুদ্ধক্ষত মানুষের বাঁচার অসুখ
তুমি খেল করোটির মৃত ভস্মসহ
আঁচলে বেঁধানো অস্ত্রে অগুন্তি মানুষ ;
সেই নিতান্ত ঘটনা ; দুই খুনী ব্রম্ম অস্ত্রে
বিচ্ছিন্ন অামি, আমাদের ভ্রান্তির সুখ ।


..............................................................