সমুখে ৺দাড়ানো কে ও
আল পথে,সড়কে ও দ্বারে ?
সরে যায় কার ছায়া
সময়ের নিবীর্য্য প্রহরে ?
রাজপথে বেছানো সীমানা
ছড়ানো ছেটানো কার
চেলে চলা অযথা কৌতুকে
রঙ্গ পরেছে ঝুঁকে
তামাম নিয়মে রহস্য বিদ্রুপে
কে চলেছে উদভ্রান্ত
নপুংস সময় ধরে রুদ্ধ সন্তাপে
ভারসাম্য এ অস্থি
উদ্বেলিত পরাণে জমেছে ধূলা
অগন্য শৃঙ্খলহীন
নিয়ম রেখেছে ৺বেধে কে গো
ইতঃস্তত ছায়াদের
শবেদের নপুংস ঘেরাটোপে ?