পাগলে সাঁকো নেড়ে দিল
তিনমাথার মোড়টায় থমকে গেলাম
একরাশ চেরী - বাবু ! সন্ধ্যার মত
খোঁপা গোজা শৌখিন ফুল !
জানালায় গ্রীল ঘেষা
আনকোরা হবে , ঠনঠনে ভাঙা কূলবধূ!
টালমাটাল সব, ঝনঝন ভেঙে পরছে দাঁতের পাটি
একগুচ্ছ সিঁড়ির মত
পর্দায় ঢাকা সৌজন্য খোঁপা, সাজলি আলোয়
দুলে উঠছে ভ্রুপল্লব, নড়ে উঠছে ঘর বাড়ি
সারে সারে লোক
পাগল ঝাঁকিয়ে দিল গাড়িগুলো সব
কে কোথায় কি জোনে দাঁড়াবে
দড়ি ছিড়ে দিস না পাগল , কেউ ঝুলতেও পারে
বন্ধ্ ' যদি আমরণ হয় !