ভাদ্রের থালে কলিজা রেখেছি
দু'তিন বৃন্দাবন ;
‌খামচে রেখেছি সংস্কারের
গোটা তক্ এ জীবন ।
শোবার ঘরের ভনিতা বলেছে
আরামের কপি পেস্ট
আমি ভাদ্রের তুমি হয়ে যাই
দ্যোলকের এভারেস্ট ।
পেন্ডুলামের গতি হয়ে দোলে
খাদ্যেরা নির্ভীক
শীর্ষে রয়েছে শিশ্মপ্রসূত
কয়েক জীবন পেগ ।
খাদ্যে চলেছে ভেজাল মহড়া
সমুখেই কাড়াকাড়ি
ভাঙ খেয়ে দিন রাতের পসরা
জীবনের ঠেলাগাড়ি ।
বেঁদে বেঁদেনির সাপ ধরা প্যাঁচ
দলে মিশে দলাদলি
ভেলকি চলেছে রাঁধা ভাত'টায়
সাপে বিষে গলাগলি।