তখন আমার আসমানী মেঘ
রঙ তুলিতে তোমায়
দাঁড় করালো কার দ্বারে কোন্
সীমন্তিনীর খেলায় ।
আঁকিবুকির কোন্ খেয়ালে
দুলিয়ে প্রেমের তরী
জোয়ার প্লাবন অথৈ রংয়ে
খেলার ছড়াছড়ি ।
ভাবছি কেবল ইচ্ছেগুলোর
লাগাম দেব ছেড়ে
হরেক প্রকার খেয়াল দেব
পালগুলোতে জুড়ে ।
পাড়ির নেশায় যেই চড়েছি
অন্য ঢেউয়ের সারি
রংয়ের ভেতর তোমার মুখে
কথার কাড়াকাড়ি ।
সীমন্তিনীর উঠোন জুড়ে
তোমার চলাচল
রংগুলো সব ফিরিয়ে নিলাম
আমার অস্তাচল ।