তোমার এলানো শরীরে
উন্নতি দেব আজ
এঁকেবেকে তাই সাজিয়ে বসেছি
তোমার মনের মাঝ।


ভ্রূ খচিত সেই পীড়া
ছুঁয়েছে রক্ত, শিরা
আগুন জ্বেলেছো মনে ;
ফাগুনের আবরণে
উঠেছে যাহারা উর্দ্ধে
সপ্তরথীর নামে
সময় পরাবে মাল্য
বিজয়ীর সন্মাণে।


তুমি চেয়েছ বৈভব আমি তার প্রতিকার
প্রতি ধাপে রাখো ব্যবধান ,
অহেতুক অবিচার।
মেঘে ঢাকা দেখি তমসা
হতাশার প্রতিদান।


উর্দ্ধে কুয়াশা অধেঃ তমসার
বিপন্ন ভেদাভেদ
ওঠা নামার এই গোপন ঠেলায়
মিলন বিচ্ছেদ।


ও পথে কে কবে করে গেছে ফরিয়াদ
ব্যবধান মত ও পথে
ওঠা নামা মাঝে সময় থমকে
বসে থাকে মাঝপথে ।