ভালোবাসা কিছু নয়' নরকাগারের বিস্ময় গম্বুজে
প্রতি পূর্ণিমা'য় দিবাদের আত্মোৎসর্গ
হত্যালীলা আর মাংসের লুব্ধ স্বেচ্ছাচারে
পিষ্ট আক্রান্ত ক্রান্তিক শহর ;
নগরপাল শুনছেন ,দুম দাম্ গুলির প্রকট শব্দ ?
খুলি,ঘিলু ছাড়খার , কেঁপে উঠছে শিশুর ব্রম্মতালু
নাগরিক মিছিলে নিঃশব্দ মানুষ
ছিড়ে ফেলছে পতাকার আপাদমস্তক
নেরু'দা থাকলে হয়তো ....নিদেনপক্ষে একটা সালিশী


রিং রিং শব্দে ধাতব শহর
মেতে উঠছে নবজন্মের প্রাক্ মুহূর্ত
অতিকায় শিশুর চোখ মুখে ক্রমবিকাশের অভিব্যক্তি
প্রস্তুতি চলেছে গনসংশোধন


শতাব্দের কোন্ প্রান্তে হাঁটব আমরা ? সামনে না পেছনে
রেখে যাব কাকে ? ফিরিয়ে আনব কি ?
মানুষের ঘর আলো করে যে সভ্যতা জন্মালো
তাকে নির্বাসন ? পশ্চাতে উৎসবে জল ঢেলে
নুব্জ্য মনিষীর প্রস্থাণ ; রত্নের আভরণ ত্যাগ .........


সভ্যতা শুরুর প্রাক্ লগ্নেই সব জানা
কি হত, বা কি হতে পারত
তথাপি ঘটা করে মূর্তি গড়ে জ্যোতিষ ডেকে কতনা ভনিতা
শিশুর ব্রম্মতালু সংক্রমণে ঘরেলু পাতার রস
কানে নাকে পেজা তুলোর চাকি
কতটা প্রাঞ্জল হতাম আমরা ...................
দুখী প্রভাদের কম্বল দিলে বাঁচানো যেত না কি
গুগলি,শাকান্ন ? প্রশ্ন অনেক .........


হদ্দগুলো অপেক্ষা করেই থাকে ভূমিষ্ট প্রণামে
গলাগলি প্রেমে , পরোপকারীর দান ধ্যানের শতনামে
গদগদ মূর্তিগুলো ধীরে ধীরে বোকা বনে যায়
প্রখর পূর্ণিমায় ভালোবেসে ওরা
ফেলে রাখে প্রভাদের লাশ।