কবিতাঃ    সব ভুলে যাবো


সব ভুলে যাব সন্ত্রাসী খুনাখুনী
দুধ শিশুদের ভয়ার্ত মুখখানি ।
রাষ্ট্রের দ্রোহে মরুভূমি ঘরদোর
আবির আনোগো বন্ধুর সমাদর।


মায়ের কান্না ম্লান মুখ ছেলেমেয়ে
অশ্রুজলের হিসেব সংখ্যা গোনে ।
কালশিটে ম্লান অভুক্ত বৎস রে
খোঁজে ফেরে দুধ ক্ষুধার দ্বিপ্রহরে।


রাঙো ভাঙা মন সবটা আড়াল থাক
আবির রংয়েরা না হয় দুলিয়ে যাক
পৃথিবীর যত ভায়বোন মাতা পিতা
চির বঞ্চণা , রাষ্ট্র লজ্জা , অন্ধতা ;


কিছুকাল ভুলে প্রান্তরে মেলামেশা
নাহয় দাঁড়াবো প্রখর তাপের মাঝে
সব ভুলে যাব মৃত শবেদের সারি
বুভুক্ষদের হবিষ্যি কাড়াকাড়ি !!


ঢালো রং আরো নাচো গাও এস ভুলি
ঢেকে নেব চোখ নাহয় ফেরাব দৃষ্টি
কান্নায় নেশা শোকেদের বেচাকেনা
ভুলে যাব  সব  রঙের  উন্মাদনা !!