প্রতিদিন আমরা মানুষ খুঁজতে ছুটি
কত ধরণের হৃদয়তন্ত্রে
মননে জড়ানো খোলস
বহুজন সমাবেশে
নগর, শহরে, মাঠে, ময়দানে
বিচিত্র বহুরুপে
প্রতিক্ষণ, প্রতিপলে।
খোলসে জড়ানো
পঞ্চরিপুর খেলা
খেলায় মত্ত বিড়ম্বনার দল
খাবি খায় শত রোষানল হা হুতাশে
অসংখ্য আমি
আমাদের আশ্বাস
কতিপয় তার পাথরে মর্মাহত
অনাহূত কোন্
ক্ষমতায় পরাভূত।
পঞ্চরিপুতে আমাদের
বাঁচা মরা
বন্ধু তোমার দুনিয়াটা বড় যদি
খোলস আড়ালে
সম্ভোগ কেন
ধর্ষকামের
বিকৃত প্রকৃতি।
তোমাতে বসুধা গোপন প্রাণের
কত সুধা অগনিত
আমাদের বাঁচা মরা
ছুঁয়ে আছ প্রতিপল
প্রেমের পরাগ জ্বেলে
বন্দিত পৌরুষে
বাহিরে তোমারি কলুষে
তারি ভ্রম ছড়াছড়ি
জল,স্থলে , তলে
বহুরুপে বহুদিকে  
মানুষ চেনার দায় সম্ভ্রমে লেখা থাকে
প্রকৃতি বদল শেষে
খোলসটা পড়ে রয়।
ধর্ষণ বলো না গো পৌরুষ ভঞ্জন
যুগে যুগে নব রুপে শুধু
ক্ষমতার জয়গান।