আলো আঁধারির এই ফিরে যাওয়া
সময়গুলো অবাধ্য বড়
জ্বালিয়ে,পুড়িয়ে,ভিজিয়ে,নাচিয়ে
কাঁপন ধরায় অত:পর  
পাতা কুড়িয়ে আগুণ জ্বেলেছে কেউ
স্যাঙাত ফেরে নি আজও
একটু হলেও জুড়োবে ভেবেই -


এ কোন না পাওয়ার গল্প নয়
কোন এড়িয়ে যাওয়ারও নয়
অদৃশ্য পর্ব জীবনের
ঝিংগল বেল বাজিয়ে নেচে বেড়াবে শুধু
সেই বুড়ো সান্টা !
ফিরে যাওয়ার যন্ত্রণা চতুর্দিক
ফাঁকা ধূ ধূ প্রান্তর,পরিযায়ী মাঠে
এতসব অশ্রুমোচন
হিসেব সারার পালায় ছদ্মবেশি ব্রকলিও
ঝলমলে কি উৎসব !
শোকগুলো
ঢেকে দিল কে
কি বাস্তব এই সুখ এই টিঁকে থাকা
আহা কে বলেছে দৈন্য তুই নেই !
চতুরঙ্গে ঝাড় বাতি জ্বেলে
সবটা উড়ছে বেসামাল
গতি স্থিতি আহম্মক জোনে
খুঁটি গেড়ে ঝান্ডায় দাঁত
দৈন্য তুই সেজে নে না
ওবছর পশম শাড়িতে,নাকে কানে
পিতৃদত্ত শেষ পরিণাম
হয়তো ওড়াবো আজ সান্টা কাগজে
ঘুড়ি ভেবে বেরঙীণ মাছ !


অন্ধকারে ও ঘরে টাকা গোনা বাবাদের
ক্ষয়ে যাওয়া ভাঙা দেহে
স্বরভঙ্গ কাশির আঁওয়াজ !!