আমার ফ্রকে তুমি লালচে রসদ
                    কল্মির বখাটে গড়ণ
             চাই নি তো অনীহা চুইংগাম
                 চিটচিট ভাঁজ হাতে আমি আর...
                  তোমার ও' দু'হাতের দর্ ।


                     ২


প্র্যাকটিসে বড় ভয় তবুও নারাজ
         এগোচ্ছি খুব অধ্যায়
         স্বপ্নেরা অংক কষেছে
  আগাম প্রত্যুষ, আমার স্বপ্ন ঘেষে-
           তোমার বেজায় অপ-সুখ ।


                    ৩


হাতে মুখে ছুঁয়ে আছে তবুও সাধেরা
             রঙ চঙ কত অধ্যায়
       ধীরে মন বেড়ে চলে
       তোমার অহেতু বাঁকা হাসি
         অকারণ নিশপিশ হাতের আঙুল।


                    ৪
পিপাসা অধ্যায় হলে নদীবুক
           হৃদয় হাঙর
           আস্ত পৃথিবী জুড়ে
          
       আর্তি বাড়ায়
                       রঙীণ দেখায় খুব
                        খুদ কুড়ো গোটা তুমি
                        আমাতে বিলীণ ।


........................................................................................................