ছায়াদের সঙ্গে চলেছি মায়া,মোহ, শব যাত্রায়
কাঁধে,মুখে গিজ্ গিজ্ কামনার দেহে
সেধে নিয়ে প্রীতির কোলাজ
বলে যাবো এসো তবে সম্ভোগ সভায় ।


মাটি মনে প্রলেপের রং; বলা অাছে স্নায়বিক ওহে
সাধগুলো পড়ে থাক্ অসাধ্যখানায়
সরানো গেলনা তবু কিছু আবদার
গাত্রে তবে লেখা থাক্ কিঞ্চিৎ ভ্রমে আমাদের মোহ্ ।


যার দেখা সে তখন কোলাজ করেছে হবু নরেশ্বর
সবজিরা গায়ে,হাতে কারুকাজ রেডি
বেড়ে যাবে শহরটা শুধু চকমকি ;
হাঁ হুতাশ বিধাতার প্রসব প্রাঙ্গণে মেলে মুষিক প্রবর।


কোরকের রসায়ন আমি তুমি ল্যাব, বাবাদের বংশসাধন
বলেছিলো রেখে যাবি তীব্র নখড়
করেছি তো তারই আয়োজন
তবু বাপ বে আদপ ঘরে,মোড়ে,ভীড়ে সঙ্ঘের শরীর পাতন।


প্রেম,প্রীতি চল্ সাথে খেলায়,কথায়
রয়ে যাবি ছদ্মবেশী হৃদয় দোলায় ।
ভালো ভালো ক"থা দিবি সুখের হদিশ
মন মজে ছত্রাকার তুই নিরুদ্দেশ ।
কাব্য দিবি ভরসুখ দিব্য ভেসে যাই
হাতরায়ে খুঁজি তোরে দুঃখে বৃথাই ।


কার সুখে কে প্রবল প্রাসাদ গড়েছে , সে তো সম্রাট
দু'বিন্দু সুখ আর তোর লেনদেন
কে বলেছে আমরা পোয়াতী
কথা,ভাষা কাব্যের নিষিক্ত ভ্রুণে সুখের রাজ্যপাট ।


যাক্ বেড়ে অভব্যতা কলিকাল্ লালের সহচর
মুখে,পিঠে মুখোশের জবর ভরং
বুড়ো কচকচি খায় আজম্ন প্লীহা
দেশ, কালে গড়ে যান্ অগুন্তি সহোদর ।