ভাঙার শব্দ , কাঁচ মানুষ মন
হাভাত শকুনের
ত্রিকালঙ্গ ঢেঁকুরে তছনচ
খান কতক বছর মাস সময়


এই শকুন শোন ! আমি তোমায় তুমি বলে ডাকব
আমাকে ?
লাল চেলি দিওনা কিন্তু
নথ মাকড়ি টিকলী
আমার বড্ড ভুল হয়ে যায়
মানিয়ে গুছিয়ে ............


তোমার পাখনায় তো মড়কের ছায়
মেয়ের দোপাট্টায় টানটান হয়ে আছে


আমি তাকে পাগলামোটা ধরতে দেয় নি
বলেছি ,ঠিক আছে .......
শুধু আগুন নেভানো তালপাতার পাখাটা দিও
সন্তুষ্ট  থাকার চেষ্টা করছি শকুন
অসময়ের টুকড়োগুলোয় ধ্বসের আওয়াজ
ভয় হয়


সব মানুষ ভেঙে গেছে
কাঁচ পাথর শবে
তুমি গোরস্থানে কি হাতরাও ?
আজ তোমায় বন্ধু বলাটা খুব প্রয়োজন
বিশ্বাস করো ।