ভ্লাদিমি কি লজ্জা পেলেন ?


চতুর্দশীর গর্ভের ভ্রূণে সোমরস আঁতলেমী দেখে
মুখ ফেরালেন দ্য মঁপাসা
ভ্লাদিমি'র কোল জুড়ে রেখে গেলেন শুধু হোমাগ্নির বীর্য
তার স্খলিত স্তনে তখন মন্থন কাম্য নয়
তাই চতুর্দশীর আমন্ত্রণ এল ;


তার লজ্জা ঢাকতে চ্ছেদন চলল নারীতন্ত্রের
ছাঁটতে ছাঁটতে চতুষ্কোণ দেহে
ব্যবচ্ছেদ নিয়ে চলল অগাধ সংস্কার
তখন ভ্লাদিমি'র ইমেজে
শহর,নগর ভাসছে জোয়ারে


কোল জোড়া অসংখ্য শিশুদের প্রতিভায় দ্য মঁপাসা
গিজ গিজ ; তাতে ভ্লাদিমি তন্ত্র প্রতিস্থাপন
ঘোষণা চলল; অঙ্গ সংস্থাপন
চতুর্দশী না পেয়ে মর্মাহত মঁপাসা
ভ্লাদিমির নারী অঙ্গচ্ছেদন হুকুম দেন


ভ্রূণেদের সোমরসে কেবল ব্যবচ্ছেদ যোনী আর স্তনে
ফ্রান্সিস মাছি ভনভন্ ;