আসলে আবছা আলোয় যাকে
বিশ্বস্ত মনে হয় , প্রবল আলোয় ধরা দেয়
আরেক অবিশ্বস্ত মুখ
ছাপোষা গন্ডীর আড়ালে
আরেকটা মনে যখন প্রবল অলোড়ণ
অন্যরকম মনে হয় সব।


দ্বন্দের খেলায় মানুষ জুড়ে ঝাঁকা দেবার
পদ্ধতিটা কিলবিল করে উঠলেই
টুপটাপ ঝড়ে পরে আমাদের খানিক লজ্জা ;


কোথায় রাখি তারে ; লুকানো যায়'না
কিছুটা শৌখিনতায় গুঁজে  ,কিছুটা ক্ষমতায়,
বাকিটা দম্ভে ; উপরে তার কত নক্সার কারু-
ঠুলির মা' বুঝলেও.............
গোর্কি,স্তালিনের ধারাভাষ্যে মুছে যায় দোষ,পাপ ।


কাঁধে যদি হাতগুলো থতমত খায়
থামিয়ে দেওয়া যাবে যখন
রুটির লাইনে দাঁড়াবে -
" ধার চাহিয়া লজ্জা দিবেন না " ,
টাঙানো থাকবে সমুখে ; সরাসরি অন্নের কাছে-
কাবু ঋষি মুনি তাবৎ সংসার .................


কোথায় তখন দু প্রকার মুখ ; সবাই স্তালিন
সবাই গোর্কি ;
মাঝখানে খাবি খাওয়া ঠুলিদের মা' ।