মেরলিন, খোলহে তোমার ঝাঁপি
চালচুলো মেপে দেখি
কতটা ভারত,বাংলা,বিভূঁইয়ে
ঢেকে গেছে জেনে রাখি ।
ডানেতে বিঁধেছে ব্যুহের ত্রিশূল
বামের ভোগের খেলা
মাঝে দপ্তর শেষ প্রহরের এঁদোমাটি
ছেলেবেলা ।


হাঁটু মুড়ে তবু থেমেছে সময় তোমার
ব্রম্মতীরে
মেরলিন খোলা চরাচরে তুমি বুনেছ
স্বরাজ টিরে ।
পায়ের পাতায় ভর করে থাকা মেরলিন
ছবি তুমি
ফলেছে তোমার বহুধা জাতির শোকের
জন্মভূমি।
স্মৃতির ফলকে তৃষিত তোমার বেদনার
সম্বল
হাহাকার শোনে অগুন্তি ঢেউ খেলা শুধু
কোলাহল ।


তবু মেরলিন সব সাধনার অজেয় পঁঞ্জরে
জেগে থেকে দেখি
উদ্যত ঢাল, খোলা তরোয়ালে
নিষাদের হাঁকাহাঁকি ।
ফুরালেই বেলা পুরো পৃথিবীর
কক্ষে তোমার শ্রেণীর
খুলে যায় ঝাঁপি দেখি চাল খুলে
জন্ম ভারতভূমির ।