পৃথিবী উল্টে যায় কখনো সখনো
রাত্রির ঘরে ঢোকে দিন
অচেনা আলোকে বড় ফিকে লাগে
হে যুবক তোমার উড্ডীন ।


পথ রেখে আবডাল আমার মেরুতে
যাতায়াত লুকোচুরি শুধু
বনবন ঘোড়ে সে ও রংয়ের বদলে
ফেলে যায় কাঁচুলির মোহ্ ।


শেখা বুলি,শোনা বুলি, অপরের বোল্
সেঁটে যায় বেমালুম
মজ্জা,ঘিলুতে, আসল নকলে ডামাডোল ।


বেনোজল দৌঁড়ঝাপ প্যারোল আসেনি
সন্ত্রাসী দাঙ্গা প্রলয়
কিছুু খন্দের আছে ট্রিপল সেলামী
তুমি বল মিছে অবক্ষয় ।


দিনের আদল রাত তখন কি তুমি
মিঠা মোহে কাঁচুলী'র পিন ?
খন্দের অবরোধ হলে
আসলে রক্তে ধোঁওয়া ঋণ ।


হৃত হাত আচম্বিতে বাড়ানো সেদিক
গেল গেল রব্ চতুর্দিক
অতি আপনার দেখি তারে
নিয়ম'টা এহেন হার্দি্ক ।


............................................................