হে শান্তি তুমি মহান হও ,
ধৈর্য্য পায়ের পাতায় ভর কর ,
নিঃস্ব হও, শ্রান্ত হও, একলা হও ।
দেখতে থাক চতুপার্শ্বের পাথর মোড়া আলিঙ্গন,
রক্তাক্ত সেনানীর মত বিক্ষত হও গোপন অস্ত্রে
মুখে লেগে থাক অভিনব হাসি
অক্ষত রেখো ঝাঁঝরা হৃদয়
বরং জড়িয়ে রেখো ঠুনকো চাদরে হৃদয়ের লেনদেন
রাত্রি গভীর হও, তোমাতে মগ্ন আমি
একে একে বুকের পাথরগুলো সরিয়ে দিও
মৃদু চন্দ্রালোকে আমি তোমায় প্রেম
নিবেদন করতে চাই ,
দেখেছ কি পরম শ্রান্ত সব
একে একে খুলে যাবে সব যবনিকা
যখন তোমার রহস্যে আমি হব নিশ্চিহ্ন
কি নিবির রহস্যে আমরা অনুপ্রাণিত
বুঝবে ভোরের আলোয় যখন শিশির কণায়
হঠাৎ দেখবে অশ্রুবিন্দু !
কার দীর্ঘশ্বাস জমা
শতচ্ছিন্ন এক অবাঞ্ছিত খুন হওয়া হৃদয়ের পাশে
ঠিক যেন সেই তুমি
হৃদয়ে হিজিবিজি হিসেব নিকেশ
যেন গরমিল অবাঞ্ছিত কোন ত্যক্ত বিষাদ
সমস্ত উত্তাপ ঢেলে যেন রাজকীয় চলা
পাথরেরা নিঃশ্চুপ আজ
স্থিতু হতে হতে রাত্রির অতলে শান্ত নিলয়ে
নিঃস্ব হয়েছে সব ধার্য কলরব !