আসলে সন্ধিগুলো সবই
কেমন এক উড়ণচন্ডী রোগ
সেঁটে যায় অন্ধকারে যদি
নতুন এক পর্ব সৃষ্টি হোক


কোটাল এক নিভৃতে থাক
দৃশ্যে থাকুক চখা চখী
চরাচর বিছিয়ে রাখা যাক
আপাত সূর্য ওঠা বাকি


প্রতিদিন রৌদ্র আসুক ধেয়ে
জ্যোৎস্না পাল্লা জুড়ে সাথে
ঝড় উঠুক পড়শি বাড়ি মেয়ে
ঝড় উঠুক প্রলয় নাচন মেতে


ঢেকে যাক মেঘের শুভক্ষণ
কালো হোক হাস্নুহানা বন
আঁধারে ঝলসে উঠুক প্রিয়
ঝলসাক্ রক্ত গোলাপটিও


আসলে ঝলসানো চাই বলে
প্রেমেদের নতুন পদাবলী
গড়া চাই নিত্য নতুন ছলে
খোঁজা চাই হরেক চোরা গলি