এই সেই অদ্ভুত প্রস্তর নির্মিত স্বর্গোদ্যান
যেখানে সযত্নে গচ্ছিত আমাদের অন্তিম পাসপোর্ট
মহাভারতের কলে পিষ্ট ক্রমান্ধ দেবতাগনের
পাথর দৃশ্যে কেবল উত্তরসূরীপ্রাপ্ত দন্ডারোপের অখন্ড মৈত্রী ।


কয়েকশত গান্ধারী'র আজন্ম লালিত অন্ধ বাৎসল্যে'
পূণ্যভূমিতে নারীর বৈষয়িকীকরণ ;
অর্থাৎ কে পাবেন মাতৃ অধিকার
কে পাবেন গণিকার স্বাধিকার,
আর কে পাবেন অখন্ড সাম্রাজ্যের দ্যুতিচিহ্ন ...............
এতদ বিজ্ঞপ্তি জারির কালে তাদের গালে কিঞ্চিৎ হাস্য বিভঙ্গ
কিছু নারীকে পর্বত শৃঙ্গ জয়ে বাধ্য করে আজও ।


দেওয়াল গাত্রে সে মুদ্রা দেখতে আজও আসেন মহামতি
বিম্বিসারের প্রাসাদ চূড়ায় শোভা পায় সেই ভগ্নাবশেষ
বিশেষ চিহ্ন দ্বারা খোদিত বস্ত্রহরণ পালায়
আজও ছেলে ,বুড়ো নির্বিশেষে চলে কোমড় ঢলের চর্যা ।


পাট্টা বিলির পর গান্ধারী'রা মুখে পট্টি বাধেন
ন্যয়-অন্যায় নির্বিশেষে ক্ষমতায়নের পর্বে
প্রস্তরীভূত দেবতাদের কামনার ফলে ত্রুটি উৎসবে
জুড়ে যান দুর্যোধন ; গান্ডীব দাহন কালে
অর্জুনের মনোযোগ তাকে আচ্ছন্ন করে..................


আচ্ছন্ন গন্দর্ভজুড়ে উৎসবের বাজি ছুড়ে দেন বিম্বিসার
আর যাঁতাকলে জুয়ারীর বস্ত্র উৎপাদনে
অন্ধ দেবতাদের নিষ্ক্রিয় অভিপ্রায়ে
ফলতে থাকে নারী অভ্যুদয় ,
চিতোর থেকে, মগধ থেকে, মহাভারত থেকে
নামতেই থাকেন নারীরা, পূণ্যবতী' হবেন বলে
দেবতার অম্লজলে অভীপ্সা বিসর্জণে
বিসর্জিত হতে থাকে  পরিধী, প্রশস্ততা, বিশিষ্টতা।


এই সেই গান্ধর্ব্য, কুক্কুর দেহে নারী অঙ্গ দেখে
অসহ্য বোধ হয় কৌটিল্যের'
আদেশ হয় সারমেয় দেহে জুড়তে হবে ভয়ংকর বিষ
দুর্যোধনের পাপী আত্মার বিনাশ সাধনে
"স্বর্গের দূত রুপে এক্ষেত্রে সারমেয়'কে চিহ্নিত করা হয় ..........."


প্রস্তরীভূত দেবতার দল্ নড়লেন, চোখ মুছলেন,
বোঝবার চেষ্টা করলেন ; কৌতূহল চরমে পৌঁছয় ,
'" সারমেয় দেহে নারী অঙ্গ কেন "?
শুধু পুরুষ ,শুধু দেবতা .....................।

এই সেই অদ্ভুত প্রস্তর নির্মিত স্বর্গোদ্যান
পট্টি বেঁধে ধৃতরাষ্ট্রের কৌমার্য্য বিচার '
আর পাথুরে সভায় পাট্ট বিলি কালে বাহ্ বাহ্ উন্মাদনায়
আমাদের বৈষয়িকীকরণ.......................
...........................................................