আমায় শ্বাসের মত ছুঁয়ে থাকে
ফেলে আসা আবছায়া ক্ষনিকের যাওয়া পথ,
সরঞ্জাম রোজকার সন্ধিৎসু ক্ষুব্ধ জীবন
নিত‌্যকার চাল ডালে খিচুরীর ভোগ,
পাত থেকে উঠে যায় ভাঁপা ইলিশের --
তৃপ্তি ঢেঁকুর - ভাঙা ডালে আহত আর্তনাদ।
কথাদের নোটিশ দিয়ে গেছে-
আঁধারের কারচুপি মন,
মিশে আছে প্রান্তরে ঘাসের গভীরে
নিশ্চুপ পদছাপ হৃদয় মাড়িয়ে
নিয়মের মজলিশে জাতের কথারা
যুগের আড়ম্বর তবু থেকেও থাকে না
চকিত সম্বিৎ আর ফিরে পাওয়া
সৌহার্দ্য জীবন।