মুন্সিয়ানার কদর দেখি রাস্তা জোড়া লোক
কথার মোহ্ ওড়ায় ফানুষ দু'দন্ড ব্যায় হোক্।
স্রোত চলেছে বেহিসাবে সত্যি মানুষ ঝাঁ
প্রলেপ মাখা অথ্ বাহাদুর ভেল্কিবাজিরা।
খুঁজতে থাকি সেই অবসর সেই পরাণে তা
একটা হৃদয় সত্যিমতন কিচ্ছু মেলে না।
প্রলেপ চরে কথার ঘাড়ে সামনে,বায়ে,ডানে
যায় ভেসে যায় বিশ্বাসী ভিত্ তিত্কুটে সেই তানে।


একটা কথা,"হেই্ দেবতা সামাল্ প্রণামী বাক্সটা
বারতা ট মোর ছুঁয়ে রাখিস উজার দিলাম যেটা।
ছিল কতেক কথার কথা মুয়ের উজান ভাঁটা"


সব চলেছে মানত কত দেবতা উজার ধন
দেবতা হাসে ধনের উপর বাট্ পারেদের মন।
বেজায় খুশী পুরুত রাজি বিপন্ন  সন্তান
পূজার জাঁকে দ্বিগুন হেঁকে মন্ত্র আওড়ান।
বাজছে কাঁসর,উচ্চ আসর ঘন্টা বাজা ওরে!
দ্বিগুন বারা প্রণাম সারা ভক্ত প্রজাদেরে।
শুনছি আমি বেজায় দামী পুরুত বাবার গান
মন্ত্র বাদে সাধছে গলা," দে-রে-দে-রে-দ্রাম্"।
ছুটছি আমি ছুটছ তুমি ছুটছে দুনিয়াদার
মুন্সিয়ানায় বাঁচছি কেমন ভুজুং সংসার।