যে রাতের শেষ নেই, তার সকালটা বড্ড সুন্দর। মনখারাপটা বালিশের পাশে বসে ইনিয়ে বিনিয়ে প্রেম নিবেদন করছে। নাকি সুরে অপেরাও সঙ্গতের জন্য তৈরী। আহা! ভিসুভিয়াস, তুমি কি ভীষণ শীতল আজকাল!



উল্টোপাল্টা কথা বলা স্বভাব হয়ে দাড়িয়েছে। বেগতিক দেখলেও গতি প্রচণ্ড রকম স্থির। খোলা জানলার পাশে ভেজা শরীর নিয়ে বসতে ইচ্ছে হয়। তবুও ভিসুভিয়াস, তুমি কি ভীষণ শীতল আজকাল!



খালপারের পশ্চিমদিকে অমরত্ব কিনতে পাওয়া যায়। রাতের গোড়ায় সুগন্ধী কচলাবো বলে সেদিকে ছুটছি, আরও ছুটবো। ঘাসের আগায় শুয়ে ঘুমের খরিদ্দার হব প্রতিদিন। কেন ভিসুভিয়াস, তুমি এত শীতল আজকাল?