এই বিবরণীটি ‘আগ্নেয়গিরি’র। গতকাল রাত থেকে কবির ডায়েরীর পাতা থেকে নিখোঁজ। বয়স- সদ্যজাত। উচ্চতা- ছাব্বিশ লাইন ও কিছু অনুচ্চারিত শব্দ। গায়ের রঙ ধুসর বর্ণ। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল ভীষণ আঘাতপ্রাপ্ত নীল রঙের আবেগ এবং বিবর্ণ বিষাদ। সনাক্তকরণ চিহ্ন- দ্বিতীয় লাইনে প্রথম শব্দে ‘ভালোবাসা’ বানানটি ভুল আছে। বিশেষ বৈশিষ্ট্য- কবিতাটি মানসিকভাবে ভারসাম্যহীন। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করুন-
১৭ জানুয়ারি,
আধখানা ছেঁড়া পাতা
পোস্ট অফিস- কালো ডায়েরী
জেলা- সর্বস্বান্ত
পিন- অগণিত শূন্য