ভদ্রাসন থেকে ফিরে এসে একই সেই
উত্থুঙ্গ গিরি পর্বতের ভারসাম্যহীন শ্রবনেন্দ্রীয়
থরে থরে পথরেখা, নিম্নমুখী তরঙ্গে
ভাসমান অন্তর্দেশীয় করোটি মজ্জার অবাধ স্খালনের
গল্প শোনায় ---- পথ ঘাটে নিরবচ্ছিন্ন উচ্ছিষ্টের
পাতে আরো কিছু সংযোজন, ডিম ফোটা ঋতু
ছানা'কে ডেকে বরদান দেওয়া মা কোকিল
আজও তেমনি, ব্যবধান বলতে মাস ছয়েক | জলজ্যন্ত
গিলে খাওয়া সরীসৃপের সম্পূর্ণ জন্মবৃত্তান্তে ভরপুর
সমন্বয়ের প্রতিটি সূত্র, মূলত: ব্যাবসা ভিত্তিক লেনদেনের
সামগ্রিক পদ্ধতিরই নামান্তর |
এখানে পদ্ধতি নেই, বিভ্রান্ত পরিকাঠামোয় নিমজ্জিত
ত্রি পাক্ষিক চুক্তি বিষমন্ত্রের মত সেঁধিয়ে যায় রন্ধ্রে, শ্মশাণ ভেদ করে তার বিচ্যুতির পরম্পরা উঠে আসে
পোড়া কাঠামোর গন্ধে গুলিয়ে যায় ভৈরবীর ভবিষ্যত
দাগ লাগা জঙ্ঘায় একাধিক পিঁপড়ের জৈবিক ভ্রমণে আমরা
আরেক তীর্থের সংবাদ পাই , ঘাড় ঠেঁসে শেখানো হয়
পিরাণের এই মোক্ষে চরম পরমায়ু , ঘ্রাণ নাও !
শ্মশাণ তীর্থে বেজে ওঠে পরমার্থের শাঁখ, তৃপ্তির রসে একে
কামলব্ধ করো, কামার্থের পরম বিভাজিকায় খুলে দাও
বীরস্তুতির চরম প্রসাদ, বীরভোগ্য এসো বসুন্ধরা !