আমি নাটক করি,
আমার মায়ের সাথে।
আমার নাটকে আমি যোদ্ধা সাজি,
মা সাজে আমার শত্রু।
আমার ঢাল দেখে মা বলে,
আমার চিন্তা হচ্ছে,
তবে তোর তরোয়াল দেখাস না।
আমি বলি, মা তুমি তো হারবে।
মা বলল, মায়েদের দুর্বল ভাবিসনা,
মায়েরা কখন ময়দান ছেড়ে পালাইনা।
মা আমি যদি তোমাকে আঘাত করি,
সে আঘাতে আমি কষ্ট পাবনা,
যে কষ্টে তুই আজ ময়দানে,
সে কষ্ট আমাকে পৃথিবী জয়ী করেছে।
মা তাহলে তো আমি হারব,
মা হেসে বলে কনোদিন অস্ত্র ছাড়িসনা।