ঝাপসা পর্দায় বেঁধে রাখা হয়েছে চোখ,
খুব করে অস্পষ্টতায় পড়া যায় হৃৎপিণ্ড।
কাঁচের চুড়ির ন্যায় ভেঙে যাচ্ছে দেয়াল,
ফিনকি দিয়ে বেরুচ্ছে রক্তের ঝর্ণাধারা।
অস্বাভাবিক রক্তপাতে চৌদিক ভরপুর,
কিছু মাথা থ্যাঁতলে যাচ্ছে কারণ বিহীন।
পিচ্ছিল পথ হাঁটতে চায় তারাই-বা কে!
মশাল জ্বালাও, এগিয়ে আসো এক পা।
এই অস্বচ্ছ পর্দা সরাও, আড়াল ভাঙো,
উপর্যুপরি আঘাত করো আঁধারের গায়।
বিস্তৃত করো মশাল মিছিল, শক্ত হাতে...
সযত্নে আগুন জ্বালো- আত্মার সংঘাতে।