আজ নগরীতে বসেছে ফুলের মেলা।
তিন-শো প্রজাতির ফুলে মাঠ উজালা।


ফুল প্রেমীদের জমায়েতে ঢের বেশিই
জমেছে প্রেমিক প্রেমিকার প্রেমপ্রীতি।
যেনো ফুলদের মাঝখানে মাঝখানেই
লাল নীল শাদা হলুদ সবুজের গন্ধহীন
ফোটে আছে নাম না-জানা অন্য ফুল।
ময়ূরের পালক যেনো ছড়িয়ে ছিটিয়ে
জড়িয়ে মাড়িয়ে পড়ে আছে চার-পাশ।

রৌদ্রোজ্জ্বল বিকেলের বোবা প্রকৃতিও
শিস দিয়ে ইশারায় বুঝিয়েছে বিরক্তি।
পাখির ঠোঁটের সুরে দূরে উঠেছে রব,
প্রতিবাদের সংকেতে ফুটেনি বহু ফুল।
গোলাপ শিউলি বেলি চামেলি ও জবা
রজনীগন্ধা গন্ধরাজ আর দোলন চাঁপা
সকাল হতে সন্ধ্যা অব্ধি কেঁদেছে খুব।
প্রতিবেশী নদীর জল, মৃত্তিকা মখমল,
অস্ত রাগের আগে হতাশায় হতবিহবল।