মৃত্যু ও মানুষে বড়ো প্রেম!
অথচ জীবনের সাথে আছে অনন্ত বিরহ।
এ যেনো জীবনের ভেতর মৃত্যু, মৃত্যুর ভেতর জীবন,
এ যেনো গোটা জগৎ-সংসারে নিষ্ঠুরতম সত্য ভীষণ।
এ যেনো মানুষদের মধ্যে চলমান নিরবধিকাল,
এ যেনো অতিশয় প্রেম, গন্তব্যের গহীন তাল।
হয়তো মৃত্যুর কংকালে কেউ এঁকেছিল জীবনের ভুল,
হয়তো কাঙ্ক্ষিত স্বর্গ মর্ত্যের মাঝামাঝি এই মাশুল।
নিশ্চিত কোথাও কিছু ভুল ফুল হয়ে ফুটে বর্ণিল,
নিশ্চিত কোথাও গুপ্ত সুপ্ত এক ঝলক গুঁজামিল।
সেই প্রেম ভুলে মানুষের আলোয় কালোয় ওড়াউড়ি,
এমন ভাব যেনো মৃত্যুর পরও কিছুটা দিবে হামাগুড়ি।
অথচ জীবনের সাথে তেমন প্রকৃত প্রেম নাই।
মৃত্যু ও মানুষে বড়ো প্রেম।