দেয়ালের উপর কাঠের কার্ণিশ,
পচে পচে তা ভেঙে পড়ছে, ঈশ!
অথচ, তাতে রাঙা পাখার পাখি-
কতো শতো করতো ডাকাডাকি।
বর্ণিল সজ্জার কতো প্রজাপতি
সাজিয়ে রাখতো যে দিবা-রাতি।
আর হয়তো জমবেই না শিশির,
পাখিও ডাকবে না কিচিরমিচির।
রোদ পোহাবে না কোনো কবুতর,
চড়ুই-ছানারাও পাবে না আদর।
যদি সূর্যটাও আর না উঠে কাল,
আর যদি কখনো না হয় সকাল!
এমনি কি একটা দীর্ঘতর রাত-
করে যাবে সারা জীবন আঘাত!
হ্যাঁ এ আঁধার কেটে যাবে নিশ্চয়,
পাবো তবু নতুন কোনো বিস্ময়!