স্বাগতম অগ্নিরাজ্যে, স্বাগতম স্বাগতম।
এখানে তো গোটা একটা যুগের অধিক-
খুন ও গুম, লুটপাট তসরুপ দিগ্বিদিক।
নিপীড়ন নির্যাতন, নির্বিচারে কণ্ঠরোধ।
মানবতা পদদলিত, সীমাহীন দুঃখবোধ।
ভাত রুটির নিশ্চয়ই নেই, ঘুমেরও নেই-
স্বাধীনতা, নিরাপত্তাহীন জীবনের খেই।
সত্যে সুন্দর ন্যায়ের বিনিময় অত্যাচার,
সমীক্ষা মিথ্যে বানোয়াট, নেই সমাচার।
অকারণে কারোর ভাই বাপ হয়েছে খুন,
কাঁদে মা মাতৃত্ব, কাঁদে স্বামী হারা বোন।
এই খুনাখুনি রাহাজানি ধর্ষণের রাজ্যে-
কেউ নেই বলিষ্ঠ কথা কয় ন্যায় ন্যায্যে।
অন্যের উপার্জনে ভাগ বসাতেই মরিয়া
নগ্ন হাতের নেতা কিছু, কুচক্রী মাফিয়া।
ক্ষমতা জোরে লুটতরাজ তসরুপ করে,
হাজার বছরের আমানত পকেটে ভরে।
এখানে তেমন অশ্রু নেই কারোর চোখে,
রক্তক্ষরণ হৃদয়ে, রিক্ত শূন্য দগ্ধ বুকে।
কারো বুক ছারখার পুড়ছে ভিসুভিয়াস,
মহলে টহলে নির্গত হয় দুষিত নিঃশ্বাস।
কারো চোখে প্রতিশোধের আগুন জ্বলে
কেউ ভাই'র খুনিকে খোঁজে তলে তলে।
কারো আছে আশ্চর্য ক্ষমতার এ চাদর,
কোটি অপরাধে দোষ নেই, পায় আদর।
নেতার পেছনও ঘুরে কিছু শুয়রের পাল,
অন্যের খাই খাই করে কাটায় দিনকাল।
দুঃখ, এই রাজ্য রাজনীতি মানুষ চায়নি,
উন্নয়নের মহড়া সর্বত্র, তবু সুখ পায়নি।