মাগো তোমার ছোট ছেলেটি আর ছোটি নাই,
সে এখন ভীষণ বেস্তো, কত কি তার অপর নেস্তো।
ইচ্ছে হলে পারে না সে ছুটে আস্তে তোমার আঁচল  তলে
শাড়ীর আঁচল ধরে হরেক রকম বাই না করে
চর্কির মত গোল গোল পায়ে পায়ে ঘুরতে।


মাগো তোমাই পড়ে মনে কারনে অকারণে
প্রতিটা ক্ষনে, বৃষ্টির ফোঁটার রিমছিম ছন্দে,
কিংবা প্রক্ষর  রদ্রে তোমার আঁচল ছায়া
আর মায়া ভরা হাতের  মিষ্টি  পরশ খানি
সে এক স্বর্গীয় সুখ, খুজে ফিরি প্রতি ক্ষণে ।