জীবনের স্পন্দ‘মান চেতনার কঠিন বাস্তবের
মুখোমুখি দাঁড়িয়েও আমি বলতে পারি-
শুধু তোমারই জন্য আমার জীবন বিলিয়ে দিতে পারি,
আমার অস্তিত্তের প্রতিটি কনিকা।
গভীর অরন্যের আকাঁ বাকাঁ পথ নিদ্বি‘ধায়
আমি পেরিয়ে যেতে পারি শুধু তোমারই জন্যে।
ভালোবাসার সুতীব্র অনুভূতির প্রতিটি আয়নায়
উজ্জল শুধু তোমারই মায়াময় মুখখানি।
প্রতিক্ষন তোমাকে ভাবছি সব‘ক্ষন তোমারই মুখখানি
আমার হৃদয়ে মোনালিসার মতো ভেসে ওঠে।
ঘন সবুজের সমারোহ কিংবা ফুল মালঞ্চের সুরভি
ফুলের ঝলকে পূণি‘মা রাতে আমি শুধু তোমাকে খুজেঁছি।
কাজল কালো দীঘির বুকে ফুটে থাকা অজস্র শাপলা
ফুলের জলসায় ‍কিংবা কলমী ফুলের সমারহে,
আমি খুজেঁছি তোমারই নিপুন ভালোবাসা।
রজনীগন্ধা ফোঁটা রাতে কিংবা শিউলী ঝরা প্রভাতে
আমি আমার অনুভুতির সব গুলো বাতায়ন খুলে দিয়ে
যখন কিছু বুঝতে চেয়েছি তখনই খুজেঁ পেয়েছি
শ্রাবনের বৃষ্টিভেজা ফুলের মাঝে তোমার সুতীব্র ভালোবাসা।
শুধু তোমারই জন্যে আমার পথ চলা,আমার বেচেঁ থাকা
শুধু তোমারই জন্যে আমার ভালোবাসা,আমার চাওয়া-পাওয়া।
সমাপ্ত।