আমি পথ হারা পথিক-
আমি স্নেহ-মমতা,আদর-ভালোবাসা হারা
বৈশাখীর ঝড়ে; ঝড়ে পড়া শুক্নপাতা,
সুখের আলোয় জ্বলে দুঃখের ছায়া
আমি কূলহারা প্রেমের স্রোতের ধারায়
ভাসতে ভাসতে দূর অজানায় হারায়
হারিয়েছি পথের ধুলায়।
সিক্ত এ মনে দিয়েছো তুমি তপ্ত আখিঁ জল
দিয়েছিলে তুমি  স্বর্গ প্রেমের উৎচছল;
সুপ্ত এ-মন জেগে হয়েছিলো তোমার প্রেমে উজ্জ্বল,
হারিয়ে ছিলো এ-মন এক বিশ্বাসী হৃদয়ে
বিনিময়ে দিয়েছো আমায় তুমি শূন্য করে।
আমি এক পাতাহীন বৃক্ষ-
নিয়েছো কেরে বুক থেকে কত বসন্ত
এ বুকে আজ কত ক্ষত-বিক্ষত
সব কিছু দিয়েছো তুমি, নিয়েছো কেড়ে হেমন্ত
আমি তোমার প্রেমে আজও অনন্ত।
                   সমাপ্ত